বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার নির্ধারিত দামে পাইকারি বাজারে সয়াবিন ও পামতেল বেচাকেনা করার আহ্বান জানিয়েছেন খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতির নেতারা।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার এবং খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতির সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, ‘আপনারা সরকার নির্ধারিত দামে কারখানা থেকে ভোজ্যতেল কিনুন। আবার বিক্রির সময়ও সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দরে বিক্রি করবেন না।’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা যাতে ঠিক থাকে সে জন্য মাহবুবুল আলম সবার প্রতি আহ্বান জানান।
সভায় খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। এ সময় খাতুনগঞ্জের অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
এ সপ্তাহে পাইকারি বাজারটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কর্মকর্তারা অভিযান চালান। গত বুধবারও এক ব্যবসায়ীকে সরকার নির্ধারিত দরের বাইরে ভোজ্যতেল বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন পরিস্থিতিতে এই আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
সভায় খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতির জেষ্ঠ্য সহসভাপতি আবুল বশর চৌধুরী বলেন, ‘সরকার যখন দর বেঁধে দিয়েছে, তখন আমরা মানতে বাধ্য।’
সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী আমদানি ও পাইকারি পর্যায়ে কোন পণ্য কত দিন রাখা যাবে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরে নীতিমালা প্রণয়ন করা হলে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে।
উল্লেখ্য, সর্বশেষ সরকার গত ৬ ফেব্রুয়ারি ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী, মিলগেটে সয়াবিনের দর ১৪০ টাকা এবং খুচরায় খোলা সয়াবিনের দর ১৪৩ টাকা। পাম তেলের মিলগেটে দর লিটারপ্রতি ১৩০ টাকা এবং খুচরায় তা ১৩৩ টাকা।