বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে টানা তিন সপ্তাহ ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়ার সৈন্য বাহিনী। কিন্তু এখনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি। উল্টো পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের।
বৃটিশ জাতীয় দৈনিক দ্য মিররে এক প্রতিবেদন বলছে, এমন অবস্থায় ঘনিষ্ঠজনরা হাত ছাড়ছে পুতিনের। এরই মধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আর রুশ সেনাপ্রধানকে গ্রেপ্তার করেছেন পুতিন, এমন খবরও শোনা যাচ্ছে।
জানা গেছে, রুশ সেন্ট্রাল ব্যাংকের প্রধান ৫৮ বছর বয়সী এলভিরা নাবুউল্লিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া রাশিয়ার রোজভার্ডিয়া ইউনিটের ডেপুটি চিফ জেনারেল রোমান গ্যাভরিলভকে গ্রেপ্তার করা হয়েছে।
ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো অগ্রবাহিনীর নেতৃত্বে ছিলেন জেনারেল গ্যাভরিলভ। তাকে রাশিয়ান ফেডারেশনের ভয়ংকর ফেডারেল সিকিউরিটি সার্ভিস গ্রেপ্তার করেছে।
বুলগেরিয়ার অনুসন্ধানী সাংবাদিক ক্রিস্টো গ্রোজেভ জানিয়েছেন, গ্রেপ্তারের কারণ স্পষ্ট নয়। একটি সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, ‘সামরিক তথ্য ফাঁস করায় যে প্রাণহানি ঘটেছে’ সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য দু’জন বলেছেন, ‘জ্বালানির অপচয়ের’ কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে।