বঙ্গনিউজবিডি ডেস্ক : জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এ জনতা ভবন কর্পোরেট শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল খেলায় জনতা ভবন কর্পোরেট শাখা ৮ উইকেটে লোকাল ফাইটার্সকে পরাজিত করে। লোকাল ফাইটার্স টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে জনতা ভবন কর্পোরেট শাখা ১৮.৫ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়।
বিজয়ী দলের অধিনাযক আবদুল্লাহ আল ঈমাম ৩ উইকেট এবং ৩২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন। বিজয়ী দলের মাসুম অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট হন।
বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিনেট সদস্য ড. অসীম সরকার, জনতা ব্যাংকের সাবেক জিএম জনাব মোঃ শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি কাজল দাসে এবং সাধারণ সম্পাদক অতনু বর্মন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের ডিজিএম জনাব মীর্জা মোঃ আব্দুল বাসেত। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এজিএম রওশন আলম।
উল্লেখ্য, গত ২৫/০২/২০২২ তারিখে ১০টি দলের অংশগ্রহনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।