তবে দলের আরেকটি সূত্র জানিয়েছে, সভাপতি ও সাধারণ সম্পাদকে প্রার্থী হওয়া একাধিক প্রার্থী কাউন্সিলে পাস করতে না পারার শঙ্কায় কেন্দ্রকে বুঝিয়ে সম্মেলন স্থগিত করিয়েছেন। শুরুতে তারা কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন চাইলেও এখন তারা কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া কমিটি প্রত্যাশা করছেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘যথাসময়ে ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। সম্মেলনের অন্তত এক সপ্তাহ আগে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হওয়া উচিত। কিন্তু গতকাল ভোরে তালিকা হাতে এসেছে। এছাড়া কয়েকটি ইউনিটের ভোটার নিয়েও অভিযোগ ওঠেছে। এসব কারণে সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে।’