বঙ্গনিউজবিডি ডেস্ক:জাতীয় দলের দারুণ ছন্দে থাকা তারকা পেসার তাসকিন আহমেদকে আইপিএলে খেলার প্রস্তাব দিয়েছিল লখনৌ। তাদের এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হতো তাসকিনকে। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে তাসকিনকে ছুটি দিচ্ছে না বিসিবি। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপরাশেন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘তাসকিন ছাড়পত্র পাবে কিনা সে বিষয়ে আইপিএলের একটি দল যোগাযোগ করেছে। তবে আমাদের জাতীয় স্বার্থ আগে। আইপিএলে খেললে সেটা জাতীয় দলের খেলা বাদ দিয়ে খেলবে না। এই মুহূর্তে তাসকিনের আইপিএলে যোগ দেওয়ার সম্ভাবনা নেই।’
বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘আইপিএলে প্রস্তাব পেলেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন তাসকিন।’
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সিরিজের মধ্যবর্তী সময়ের জন্য লখনৌ আগ্রহী হলেই তবেই হয়তো পূরণ হবে তাসকিনের আইপিএল খেলার স্বপ্ন।