বঙ্গনিউজবিডি ডেস্ক: দোলের উৎসবে ভারতের পশ্চিমবঙ্গে ৪ দিনে ২০০ কোটির মদ বিক্রির রেকর্ড হয়েছে।
আবগারি দপ্তরের বরাতে স্থানীয় গণমাধ্যমেগুলো এই খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, গত বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে। যদিও দোলের দিন শুক্রবার বিকাল পর্যন্ত মদের দোকান বন্ধ ছিল। কিন্তু তার আগের দিন পর্যন্ত সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে।
দপ্তরের হিসাব অনুযায়ী, বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত গড়ে মদ বিক্রি হয়েছে গড় ৫০ কোটি টাকা। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বৃহস্পতিবার। ওই দিন মদ বিক্রি হয়েছে প্রায় ৭০ কোটি টাকার।
নিউজ১৮ এর খবরে বলা হয়েছে,পশ্চিমবঙ্গে গত দেড় মাসে যত মদ বিক্রি করা হয়েছে, তার মধ্যে ৩৫ শতাংশই দেশি মদ। দেশি মদের পর সবথেকে বেশি বিক্রি হয়েছে বিয়ার।