বঙ্গনিউজবিডি ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অবন্ধুসুলভ দেশগুলোকে অবশ্যই আগামী ৩১ মার্চ থেকে রুশ মুদ্রা রুবলে গ্যাস কিনতে হবে।
মস্কোর প্রাকৃতিক গ্যাসের সব লেনদেন রুবলে করার জন্য ওই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাশিয়ার সরকার, কেন্দ্রীয় ব্যাংক এবং গ্যাজপ্রমব্যাংককে নির্দেশ দিয়েছেন পুতিন।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত পুতিনের ওই নির্দেশে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্র ও অন্যান্য দেশ, যারা রাশিয়ান ফেডারেশনের নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের জন্য এই ব্যবস্থা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যেসব দেশ রুবলে অর্থ পরিশোধ করতে চাইবে না, রাশিয়া সেসব দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে।