বঙ্গনিউজবিডি ডেস্ক : শ্রীলঙ্কায় চরম আকার ধারণ করেছে অর্থনৈতিক সংকট। বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানির ঘাটতি দেখা দেয়ায় দেশটিতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশজুড়ে দৈনিক ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রশাসন।
আজ বুধবার (৩০ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেশটির পাবলিক ইউটিলিটি কমিশন বলেছে, ডিজেল সংকটের কারণে জল ও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গত ফেব্রুয়ারি থেকেই বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছে গোট শ্রীলঙ্কা। জ্বালানির অভাবে ৭৫০ মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।
সিলন ইলেক্ট্রিসিটি বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, জ্বালানি ঘাটতির কারণে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় তারা এ ধরনের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। ফলে তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
দেশটির জ্বালানি মন্ত্রী জামিনি লোকুগে জানান, জরুরি ভিত্তিতে ছয় হাজার মেট্রিক টন ডিজেল কিনবে সরকার। জরুরি পরিষেবা ও বিদ্যুৎ উৎপাদনের কাজ এ জ্বালানি ব্যবহার করা হবে বলে তিনি জানান।
বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় আগে থেকেই ভুগছিলেন শ্রীলঙ্কার অধিবাসীরা। এ মাসের শুরু থেকে দৈনিক সাত ঘণ্টা করে বিদ্যুৎহীন থাকতো দেশটি। আজ সকালে এবার তা বাড়িয়ে ১০ ঘণ্টা করার ঘোষণা এল।