এদিকে, যুক্তরাজ্য বিএনপির শীর্ষ এক নেতা জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনেই আনা হবে। বিষয়টি তার পরিবার তদারকি করছেন।
তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, হয়তো সিঙ্গাপুরে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। আর যদি তার পরিবার মনে করেন লন্ডনে এনে চিকিৎসা করাবেন, সেক্ষেত্রে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত আছি সর্বোচ্চ শক্তি নিয়ে। দেশ নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও নানা শারীরিক সমস্যা রয়েছে তার। এর মধ্যেই সাবেক এই প্রধানমন্ত্রীর ফুসফুস থেকে দুই বার পানি অপসারণ করা হয়েছে। হার্টে সমস্যা আছে। ডায়াবেটিসের মাত্রাও বেশি।
এছাড়া আর্থ্রাইটিস এবং আরও কিছু সমস্যাও আছে। তার শরীরের অবস্থা যেকোনো সময় ‘খুবই খারাপ’ হয়ে যেতে পারে, এমন শঙ্কাও রয়েছে। এটিই বেশি ভাবাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় ১০ চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ডকে।