বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর সরকারি সিদ্ধান্ত অনুসারে ইমরান খানের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা হয়।
এর আগে এ সপ্তাহে পিটিআই নেতা ফয়সাল ভাওদা একই ধরনের দাবি করেছেন। তিনি এর আগে বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশ বিক্রিতে সম্মত না হওয়ায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়।
এ বিষয়ে পাকিস্তানের এআরওয়াই টিভির ‘অফ দ্যা রোড’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ফয়সাল ভাওদা বলেন, ২৭ মার্চ তারিখে পাকিস্তানের ক্ষমতাশীন রাজনৈতিক দল পিটিআইয়ের সমাবেশে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান একটি চিঠি দেখান। ওই চিঠিতে ইমরান খানের সরকার পতনের বিষয়ে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ ছিল। ওই চিঠিতে ইমরান খানকেও হত্যার হুমকি দেয়া হয়েছিল।