বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২১ ফেব্রুয়ারি দেশটির লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শনিবার ৩৮তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।
রুশ অভিযান শুরুর পর থেকে স্রোতের মানুষ ইউক্রেন ছাড়তে শুরু করে। ইতোমধ্যে দেশটি ছেড়ে পালিয়েছে ৪০ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। এর মধ্যে শুধু পোল্যান্ডে পাড়ি জমিয়েছে ২৪ লাখ ৩৭ হাজার ইউক্রেনীয়। শনিবার পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য জানিয়েছে।
ইউক্রেন ত্যাগের সেই স্রোত ইতোমধ্যে অনেকটা কমে গেছে। গতকাল শুক্রবার পোল্যান্ড সীমান্ত অতিক্রমের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে দেখা গেছে। পোল্যান্ড সীমান্তরক্ষী বাহিনীর দাবি, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এদিন ইউক্রেন ত্যাগীর সংখ্যা ছিল দ্বিতীয় সর্বনিম্ন।
তবে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এই মুহূর্তে উল্লেখ্যযোগ্য হারে ইউক্রেনে প্রবেশকারীর সংখ্যা। যুদ্ধের এই সময়ে শুধুমাত্র পোল্যান্ড সীমান্ত দিয়েই ইউক্রেনে ঢুকেছে চার লাখ ২১ হাজার মানুষ। আর শুধু শুক্রবারই ছিল ইউক্রেনে প্রবেশকারীর সংখ্যা ছিল কমপক্ষে ১৫ হাজার।
এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের মতে, রুশ অভিযান শুরুর পর ইউক্রেনে এক কোটির বেশি মানুষ গৃহহীন হয়েছে। এর মধ্যে ৪০ লাখ আশ্রয় নিয়েছে প্রতিবেশি দেশগুলোতে। আর ৬০ লাখ ৫০ হাজারের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: বিবিসি