বঙ্গনিউজবিডি ডেস্ক: পিছিয়ে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। আগামী ১৬ মের মধ্যে এ নির্বাচন করার আইনি বাধ্যবোধকতা থাকলেও নির্বাচন কমিশন আগামী ২০ জুনের মধ্যে এ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার।
নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবির খন্দকার বলেছেন, আগামী ২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এক্ষেত্রে চলতি মাসের শেষ সপ্তাহের দিকে কুমিল্লাসহ আটকে থাকা পৌর ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল দেওয়া হবে।