অগ্নিসংযোগের মামলায় কারাগারে পাঠানোর ছয় দিন পর আজ মঙ্গলবার (১২ এপ্রিল) তার জামিন আবেদন মঞ্জুর করা হয়।
ইশরাকের আইনজীবী জামিনের আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন তা মঞ্জুর করেন।
গত ৬ এপ্রিল মতিঝিল এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২০ সালের ১২ নভেম্বর নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মুলতুবি ছিল।