বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়ার ধনকুবের সুলেমান কেরিমভের বিলাসবহুল প্রমোদতরী সাময়িকভাবে জব্দ করেছে ফিজির কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম শুক্রবার এ তথ্য জানায়। খবর আনাদোলু এজেন্সির।
ওই বিলাসবহুল প্রমোদতরীটি হলো—আমাদেয়া। যার মূল্য আনুমানিক ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার।
ডেইলি ফিজি সানের খবরে বলা হয়, মঙ্গলবার এটি বন্দরনগরী লাউটোকায় পৌঁছায়।
এতে আরও বলা হয়, পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিষয়টি নিয়ে ‘বিদেশি সহযোগীদের সঙ্গে কাজ করছে’।
পুলিশ প্রধান সিটিভেনি কিলিহো বলেন, তদন্তের স্বার্থে ওই প্রমোদতরীতে পুলিশ অনুসন্ধান অভিযান চালায়। প্রমোদতরীর ক্যাপ্টেন ও ক্রুকে আটক করা হয়েছে।
তিনি বলেন, শুধু তদন্ত সম্পন্ন হলেই প্রমোদতরীটি ফিজি ছাড়ার অনুমতি পাবে।