বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ‘সলোমন আইল্যান্ডসের’ সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে চীন। এতে চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই দেশগুলো।
চলতি সপ্তাহে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এতে প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে চীন একটি নৌ ঘাঁটি তৈরি করতে পারে আশঙ্কা করছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
চুক্তি রুখতে সবচেয়ে বৃহত্তম সাহায্য দাতা অস্ট্রেলিয়ার শেষ প্রচেষ্টাও প্রত্যাখ্যান করে সলোমন আইল্যান্ডস কর্তৃপক্ষ।
দ্বীপ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী মানাসেহ সোগাভারে বলেছেন, চুক্তিটি এই অঞ্চলে ‘শান্তি ও সম্প্রীতিকে নষ্ট করবে না’।
তিনি আরও বলেন, চুক্তিটি ঐতিহ্যগত মিত্রদের লক্ষ্য করে করা হয়নি, বরং আমাদের নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কারণে করা হয়েছে।
চুক্তির শর্তাবলী প্রকাশ না করলেও তিনি জোর দিয়ে বলেছেন, “চোখ খোলা রেখে ও জাতীয় স্বার্থ বিবেচনায় রেখেই এটি সম্পাদন করা হয়েছে।”
উল্লেখ্য, সলোমন আইল্যান্ডসের আয়তন প্রায় ২৮ হাজার ৪০০ বর্গকিলোমিটার। বিশ্ব ব্যাংকের তথ্য মতে, দেশটির জনসংখ্যা ছয় লাখ ৮৬ হাজার।
দ্বীপরাষ্ট্রটি ২০১৯ সালে তাইওয়ানকে বাদ দিয়ে বেইজিংয়ের প্রতি তার কূটনৈতিক সমর্থনের নীতি পরিবর্তন করে। এরপরই দুই দেশের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা বেড়ে যায়। সূত্র: বিবিসি