বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রহমত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অব্যাহতি দেয়ার পাশাপাশি অধ্যাপক রহমত উল্লাহকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হবে। এ বিষয়ে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেটের এক সদস্য।
গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সামালোচনা শুরু হয়। পরে তার বক্তব্য কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও বিশ্বাসঘাতক খন্দকার মোশতাককে শ্রদ্ধা জানানো অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।