বঙ্গনিউজবিডি ডেস্ক : বন্ড ইস্যুর মাধ্যমে সিটি ব্যাংক লিমিটেডকে পুঁজিবাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএসইসির ৮২২তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজকের সভায় দ্যা সিটি ব্যাংক লিমিটেডকে ৭০০ কোটি টাকার আট বছর মেয়াদী নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি পেইড-আপ, ফুললি-রিডিমেবল ফ্লটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী ও আইনানুগ যোগ্য বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
বন্ডটির ট্রাস্টি ও অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড।