1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থ জাতি গড়তে খেলাধুলা অন্যতম মাধ্যম : আমিনুল হক সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল রমজানের হাফেজ নিয়োগ নারী-পুরুষের সমান অংশগ্রহণ সমাজের সার্বিক অগ্রগতির জন্য জরুরি —— বেনজির টিটো ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ ও সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) উপ-পরিচালকের মতবিনিময় দাউদকান্দিতে গোল্ডেন ফিউচার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত প্রধান প্রকৌশলী শামীম আখতারসহ ১৬ জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই

সরকার দেশকে লুটের রাজ্যে পরিণত করেছে : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্ষমতাসীন সরকারি দলের লোকজন রাষ্ট্রীয় সম্পদ লুট করে আঙ্গুল ফুলে কলাগাছ নয়, বটগাছে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন লুটের রাজ্যে পরিণত হয়েছে। দেশ এক ভয়ঙ্কর অমানিশায় নিমজ্জিত হতে যাচ্ছে। অথচ সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। তারা শুধু ব্যস্ত নিজেদের আখের গোছানো, লুটপাট নিয়ে।’

আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা শুধু বিদেশে টাকা পাচার করা নিয়েই ব্যস্ত। তারা কিভাবে তিনতালা,চারতালা, আটতালা বানাবে এবং দামি-দামি গাড়িতে চড়ে বেড়াবে সেটাই চিন্তা শুধু তাদের মাথায়। আওমী লীগের আছে যারা স্যান্ডেল পরে বেড়াত, এখন তারা বিরাট বড় মাইক্রোতে চড়ে বেড়ায়। দেশনেত্রী খালেদা জিয়া দেশে গণতন্ত্রের বহু দলীয় গণতন্ত্রে সূচনা করছেন। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আজ এই জালিম শাহীর কারাগারে বন্দি হয়ে আছেন।’

প্রধানমন্ত্রীকে ভয়ংকর মানসিকতার মানুষ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘উনি যেভাবেই প্রধানমন্ত্রিত্বে আসুক না কেন, একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে কীভাবে তিনি এমন বক্তব্য দিতে পারেন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কূটনৈতিক ব্যক্তি, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন ড. ইউনুস, তাকেও প্রধানমন্ত্রী পদ্মায় দুই বার চুবানোর কথা বলেছেন। এর নিন্দা জানাই। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ রূপে ধ্বংসের পথে। তার বাস্তব উদাহরণ হলো ডলারে মান ১০০ টাকায় উঠেছে। তার মানেই আমাদের টাকা মান কমে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে দাম যে হাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস। যেভাবে আমদানি করছি অসহনীয় সংকট দেখতে পারছি। অর্থনীতি সংকটে আসছে। শ্রীলঙ্কাতে এটা হয়েছে যে, মানুষ টাকা দিয়েও কিছু পাচ্ছে না তাদের একদিনে ঠিক মতো খরচের টাকা নেই। এই সরকারের কোনো মাথাব্যথা নেই আমরা আগামী দিনে কি করে চলবো।’

দেশে ভোটের পরিবেশ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এখন জনগণের ভোটের অধিকার নেই। শুধু জীবিত মানুষের ভোট নয়, মৃত মানুষের ভোটও আগেই দেওয়া হয়। বিরোধী পক্ষকে দমনের জন্য বিচার বিভাগকে দলীয়করণ করে নিয়েছে সরকার। সরকার রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মী হয়রানি করছে। কিন্তু পাশ্ববর্তী রাষ্ট্র ভারতের হাইকোর্টে রাষ্ট্রদ্রোহীতার মামলাকে নিষিদ্ধ করে দিয়েছে। আর এই সরকার রাষ্ট্রদ্রোহী মামলাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।’

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য সচিব শাহীন আখতার শাহীন সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক প্রভাষক শওকত হায়াত শাহ।

কর্মীসভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় আহ্বায়ক সামসুজ্জামান শামু, রংপুর জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাবু, সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া, সৈয়দপুর পৌর আহ্বায়ক শেখ বাবলু, সদস্য সচিব এরশাদ হোসেন পাপ্পু, কিশোরগঞ্জ উপজেলা আহ্বায়ক তারিকুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা সদস্য সচিব কাজী জুয়েল, সৈয়দপুর ওলামাদল যুগ্ম আহ্বায়ক কাজী সাইদুল ইসলাম, ছাত্রদল সভাপতি শফিকুল ইসলাম বাবু, মহিলা দল সভাপতি রওনক আফজাল রিনু ও কৃষকদল সদস্য সচিব সাদিদুজ্জামান সরকার দিনার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com