বঙ্গনিউজবিডি ডেস্ক : সিরিজের শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহের জবাবে লঙ্কান অধিনায়কের ব্যাটে প্রথম ইনিংসে শুরুটা ভালোই করেছে শ্রীলঙ্কা। তবে শেষ বিকেলে কুশল মেন্ডিসকে সাজঘরে পাঠিয়ে দলে কিছুটা স্বস্তি আনেন সাকিব আল হাসান।
দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ পায় ২ উইকেটে ১৪৩ রান। এখনো ২২২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। তবে বলা যায় ঢাকা টেস্টে দাপট লঙ্কানদেরই।
আগামীকাল বুধবার মিরপুরে ম্যাচের তৃতীয় দিন অধিনায়ক দিমুথ করুনারত্নে ৭০ এবং নাইট ওয়াচম্যান হিসেবে নামা কাসুন রাজিথা ০ রানে নিয়ে আবার ব্যাটিং শুরু করবেন। এর আগে ওশাদা ফার্নান্দো ৫৭ ও কুশল মেন্ডিস ১১ রান করে আউট হয়েছেন।
এদিকে, প্রথম দিন করা ৫ উইকেটে ২৭৭ রানের সঙ্গে আজ ৩১.২ ওভার খেলে আরও ৮৮ রান যোগ করে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলা লিটন দাস আউট হন ১৪১ রান করে। অনেক কীর্তি গড়া ইনিংসে মুশফিকুর রহিম অপরাজিত থেকে যান ১৭৫ রান করে। বাংলাদেশ অলআউট হয় ৩৬৫ রানে।