বঙ্গনিউজবিডি ডেস্ক : তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা।
এদিকে, আলোচিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ইভিএম নিয়ে অভিযোগ তুলেছেন।
আজ বুধবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা ও দুই বারের কুসিক মেয়র সাক্কু বলেন, ইভিএমে গণ্ডগোল আছে। মেশিনে টিপ দিলে তো মার্কা দেখাবে, কিন্তু এখানে তা দেখাচ্ছে না।
আমি কাকে ভোট দিলাম সেটা যদি না দেখতে পারি, তাহলে তো গুরুতর সমস্যা। এ ব্যাপারে প্রিসাইডিং অফিসারকে বলেছি। তারা কী ব্যবস্থা নিয়েছে, জানি না।
এবারের কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু (দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় বহিষ্কৃত বিএনপি নেতা), মোহাম্মদ নিজাম উদ্দিন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে রয়েছেন মো. রাশেদুল ইসলাম।