বঙ্গনিউজবিডি ডেস্ক : ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম ক্রমাগত কমছে। আজ মঙ্গলবার সকালে পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে এক ডলার বেচাকেনা হয়েছে ২১২ রুপিতে।
ফোরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তান জানিয়েছে, মঙ্গলবার দুই রুপি বেড়ে ইতিহাসের সর্বোচ্চ মূল্যে পৌঁছায় ডলারের দাম।
সোমবার ২০৯.৯৬ রুপি বিক্রি হচ্ছিল ডলার। অর্থ বিষয়ক ওয়েবসাইট মেটিস গ্লোবালের হিসেবে, এক সপ্তাহে ৬.৪ রুপি বেড়েছে ডলারের দাম।
১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এমন পরিমাণ পতন দেখেনি পাকিস্তান।
চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য যখন পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে, সে সময়েই ঘটল মুদ্রার এই দরপতন।
আমদানির হার বেড়ে যাওয়ার বিপরীতে ধীর গতির রপ্তানি হার ডলারের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে ডন। সূত্র: ডন