বঙ্গনিউজবিডি ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রয়াত স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এর আগে তিনি ৬০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। তার বাবা ১৯৮৬ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এর ঠিক ৩৬ বছর পরে ফার্দিনান্দ ফিলিপাইনের ক্ষমতায় বসলেন। এর মাধ্যমে মার্কোস পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ফিরে এসেছে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রয়াত স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র স্থানীয় সময় ম্যানিলার ন্যাশনাল মিউজিয়ামে শপথ নিয়েছেন। এর মাধ্যমে তিনি বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের স্থলাভিষিক্ত হলেন। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মেয়ে সারা দুয়ার্তে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
খবরে বলা হয়েছে, মার্কোস জুনিয়রের নির্বাচনে জয় ছিল তাদের রাজনৈতিক গৌরব পুনরুদ্ধার করার জন্য মার্কোসদের এক দশক দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত পরিণতি। তার বাবা ফার্দিনান্দ ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের নেতা ছিলেন। সামরিক শাসন জারি, মানবাধিকার হরণ, দুর্নীতি ও দারিদ্র্য ছিল তার শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা।