1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় মৃতু ৬, শনাক্ত ১১০৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শানাক্তের হার ১৩.২২ শতাংশ।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৯৩২ জন ঢাকা বিভাগের, ৯৭ জন চট্টগ্রাম বিভাগের, ১৩ জন রাজশাহী বিভাগের, ১৮ জন ময়মনসিংহ বিভাগের, ২৩ জন বরিশাল বিভাগের, ১১ জন খুলনা বিভাগের, ১১ জন সিলেট বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরী শনাক্তের হার ছিল ১৫.৩১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com