বঙ্গনিউজবিডি ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, জাপানের সাবেক প্রধানমন্ত্রী ৬৭ বছর বয়সী আবে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নারাতে একটি প্রচারাভিযানে বক্তব্য দেয়ার সময় দুর্বৃত্তের গুলিতে আহত হন। পরে দেশটির একটি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ৪১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।