বঙ্গনিউজবিডি ডেস্ক : বলিউডের কাপুর খানদান! আজও বলিউডে স্রেফ নামটাই যথেষ্ট। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে রণবীর কাপুর- হিন্দি সিনেমার পর্দায় কাপুর পরিবার বরাবরই দাপটের আরেক নাম। এমনকি দুই মেয়ে করিশ্মা-করিনাও বাদ যাননি।
চার প্রজন্ম ধরে বলিউড সিনেমার জগতে দাপটের সঙ্গেই রাজত্ব করে আসছেন কাপুররা। কিন্তু অভিনয়ে যে পরিবারের এমন চোখধাঁধানো সাফল্য, লেখাপড়ার জগতে তাদের দখল কতটা?
সে খবর ফাঁস করেছেন রণবীর কাপুর নিজেই! কিন্তু তিনি যে তথ্য দিয়েছেন তাতে কাপুর পরিবারের ভক্ত-অনুরাগীদের চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হতে পারে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম দশম শ্রেণির গণ্ডি পেরিয়েছেন!
‘ব্রহ্মাস্ত্র’র নায়কের ভাষ্যমতে, আমার বাবা ক্লাস এইটে ফেল করেছিলেন। কাকা ক্লাস নাইনে। আর ঠাকুরদা তো ক্লাস সিক্সেই ফেল। আমিই পরিবারের ছেলেদের মধ্যে প্রথম ক্লাস টেন পাশ করেছি। আমিই সবচেয়ে শিক্ষিত।’
শুধু তা-ই নয়, রণবীর ফাঁস করেছেন আরও এক তথ্য। লেখাপড়ায় নাকি বরাবরই খুব দুর্বল ছিলেন তিনি। তিনি জানান, দশম শ্রেণির পরীক্ষায় ৫৩.৪ শতাংশ নম্বর পান। তাতে রণবীরের নাকি বাবা ঋষি কাপুর এবং মা নীতু সিংহ এতটাই খুশি হয়েছিলেন যে, রীতিমতো জাঁকজমক করে পার্টি দিয়ে উদযাপনে মেতেছিল গোটা কাপুর পরিবার!
দশম শ্রেণির গণ্ডি পেরোনোর পরে ঠিক কী করেছিলেন রণবীর? এমন প্রশ্নের জবাবে ঋষি-তনয় জানিয়েছেন, স্কুল পাশ করার পরই অভিনয় জগতে ঝুঁকেছিলেন তিনি। ছবি তৈরি নিয়ে বিদেশে কিছু কোর্স করার পরেই ২০০৭ সালে বলিউডে পা রাখেন।
কাপুরদের বংশপরম্পরা বজায় রেখেই ঝুলিতে পুরেছেন একের পর এক হিট সিনেমা।