1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব এ. এস. মোহাম্মদ সিংকাপনীর ইন্তেকাল চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ  সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক মনোহরদীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন জিয়াউর রহমান- আবু নাসের মোঃ রহমাতুল্লাহ দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে পৌষ পার্বণের অনবদ্য আয়োজন মৃধাবাড়ি ও শনির আখড়া রোডের বেহাল দশা। রসুল সা এর মিরাজের উপহার। রাজধানীর পল্লবী ৫ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে স্বেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ।।

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

স্পিকার বলেন, আগামী শুক্রবার পার্লামেন্ট অধিবেশন ডাকার সিদ্ধান্ত হয়েছে। পার্লামেন্টকে জানানো হয়েছে যে প্রেসিডেন্টের আসনটি শূন্য হচ্ছে এবং তা সংবিধান অনুযায়ী পূরণ করতে হবে।

স্পিকার বলেন, ‘মনোনয়ন দাখিল করা হবে ১৯ জুলাই। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৯ জুলাই।’

তিনি বলেন, দলীয় নেতারা নতুন প্রেসিডেন্টের অধীনে সর্বদলীয় একটি সরকার গঠন করার সিদ্ধান্তও নিয়েছেন। এই সরকার অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো চালু রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তাবায়া এখন দেশে আছেন, বৈঠক করেছেন প্রতিরক্ষাপ্রধানদের সাথে!

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো দেশে আছেন এবং আজ সকালে তিন বাহিনীর কমান্ডারদের সাথে বৈঠক করেছেন। ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট গোতাবায়া আগামী বুধবার পদত্যাগ করবেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রিমাসিংহেও পদত্যাগ করবেন।

ডেইলি মিররের খবরে বলা হয়, বিক্ষোভের মুখে প্রাসাদ ছাড়ার পর তিনি নৌবাহিনীর একটি জাহাজের আশ্রয় নিয়েছিলেন। জাহাজটি অবশ্য শ্রীলঙ্কার পানিসীমার মধ্যেই ছিল। আজ সকালে তিনি স্থলভাগে ফিরে এসেছেন।

সকালে তিনি তিন বাহিনীর কমান্ডার ও ডিফেন্স স্টাফ প্রধানের সাথে বৈঠক করেছেন।

পদত্যাগ করার পর চলতি সপ্তাহেই বিদেশে চলে যাবেন গোতাবায়া রাজাপাকসে।

সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত

শ্রীলঙ্কার বিরোধী দলগুলোর দাবির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী বুধবার তার পদত্যাগ করার কথা জানিয়েছেন।

এদিকে দেশটির প্রধান বিরোধী দলগুলো রোববার একটি সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছে।

শ্রীলঙ্কায় ব্যাপক আন্দেলনের মুখে মেয়াদপূর্তির আগেই রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগে রাজি হন।

তাদের এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে নজিরবিহীন অর্থনেতিক সঙ্কটে পতিত দেশটিকে এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলো বৈঠক করেছে।

শ্রীলঙ্কার ক্ষমতাসীন পদুজানা পেরামুনা পার্টির একাংশের নেতা বিমল বীরাওয়ানছা বলেন, আমরা নীতিগতভাবে সকল দলের অংশগ্রহণে একটি ঐক্যমতের অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছি।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী ১৩ জুলাই তার পদত্যাগের ব্যাপারে পার্লামেন্টের স্পিকার মাহিন্দ যাপা এ্যাবেওয়ারদেনাকে গত শনিবার অবহিত করেন।

প্রধানমন্ত্রীও তার পদত্যাগের ঘোষণা দেন। সূত্র : ডেইলি মিরর ও এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com