বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও ভারতের পদ্মশ্রী পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত প্রত্নতত্ত্ববিদ ড. এনামুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক মাহবুব আলমসহ বিশিষ্টজনেরা।
গত রবিবার ড. এনামুল হক রাজধানীর নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ছিলেন।