বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ ছাড়িয়েছে যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৪২ শতাংশ।
আজ মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
দেশে খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। জুনে এই দুই খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৮ শতাংশ ও ৬ দশমিক ৩৩ শতাংশ। এর আগের মাসে এই দুই খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮ দশমিক ৩ শতাংশ ও ৬ দশমিক ০৮ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, শহরের চেয়ে গ্রামের মানুষকে মূল্যস্ফীতির চাপ বেশি বহন করতে হচ্ছে। জুনে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ০৯ শতাংশ। একই সময়ে শহরাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৬২ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে খাদ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ। শহরাঞ্চলে এ হার ৭ দশমিক ১১ শতাংশ হয়েছে।