বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল কর্তৃক উপজেলা পরিষদ চেয়ারম্যানকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ুমিছিল করেছিল স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্টেশন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন।
এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারীরা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারীরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
বিক্ষোভ মিছিল শেষে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আমরা এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছি। বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বলা হয়েছে। ১২টা ১৫ মিনিট থেকে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে কিছুটা ধীরগতি রয়েছে।’
উল্লেখ্য, ১৬ জুলাই জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় একটি ইউনিয়ন কমিটির নাম ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল কর্তৃক লাঞ্ছিত ও মারধরের শিকার হন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। ওই ঘটনার পর থেকে দেবীদ্বারের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। উভয়পক্ষের প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, সমাবেশ অব্যাহত আছে।