বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকবেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ওই সিরিজে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফর ও নিজের নেতৃত্ব নিয়ে আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সোহান।
অধিনায়কত্ব পাওয়াটা গর্বের বিষয়, তবে সোহানের ভাবনা সামনের চ্যালেঞ্জটা নিয়ে।
সোহান জানান, ‘চ্যালেঞ্জটা নিয়ে চিন্তাভাবনা করছি। খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই। দল হিসেবে এবং নিজের সেরাটা দেওয়াই মূল লক্ষ্য। ’
সোহান আরো বলেন, ‘ভয়ডরহীন ক্রিকেট খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। আগে থেকে ফলাফল নিয়ে চিন্তা করলে অনেক সময় প্রক্রিয়াটা ঠিক থাকে না। প্রক্রিয়াটা অনেক গুরুত্বর্পূণ, ফলাফল নিয়ে ভাবছি না। আমার মনে হয়, ভয়ডরহীন থাকলে পজিটিভ ফলাফল আসার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আমাদের লক্ষ্য থাকবে ভয়ডরহীন ক্রিকেট খেলা। ’
মাহমুদ উল্লাহর কাছ থেকে অধিনায়কত্বের অনেক কিছু শিখেছেন বলেও জানান সোহান। তাঁর মতে, পঞ্চ পাণ্ডবের অবদানের কথা এক-দুই বাক্যে শেষ করা সম্ভব নয়।