তিনি বলেন, জাতীয় নির্বাচন আসলেই অনেক খেলাধুলা হয়। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনী সব খেলায় বিজয়ী হয়েছিলেন। এবার তার ছোট ভাই আমাদের বর্তমান অভিভাবক জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বেই জাতীয় পার্টি নির্বাচনী খেলায় উর্ত্তীণ হবে।
রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির উদ্যোগে আয়োজিত জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি’র সুস্থতা কামনায় এক দো’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া অনুষ্ঠানে জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান- এইচ এম শাহরিয়ার আসিফ,আমির উদ্দিন আহমেদ ডালু, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব- অ্যাডভোকেট সাহিদা রহমান রিংক, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, সৈয়দ মো. মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক- হুমায়ুন খাঁন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, সম্পাদক মন্ডলীর সদস্য- সুলতান মাহমুদ, মিজানুর রহমান মিরু, আহাদ চৌধুরী শাহিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- সাংবাদিক সুজন দে, আজহারুল ইসলাম সরকার, হেলাল উদ্দিন হেলাল, আকতার দেওয়ান, এম এ সোবহান, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য- মাহমুদ আলম, ইব্রাহিম আজাদ, মীর সামসুল আলম লিপটন প্রমুখ।