বঙ্গনিউজবিডি ডেস্ক : জিম্বাবুয়ে সফর থেকে নুরুল হাসান সোহান ছিটকে যাওয়ায় কৌশল পাল্টেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে দলে নেওয়া হয়েছে ‘বিশ্রাম’প্রাপ্ত মাহমুদউল্লাহ রিয়াদকে। আর সোহান না থাকায় নেতৃত্বভার দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
হাসান মাহমুদের বলে রবিবারের ম্যাচে আঙুলে চোট পান সোহান। তাতে শেষ টি-টোয়েন্টি তো বটেই, ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন উইকেট কিপার ব্যাটার। সোহানের ইনজুরিতে শেষ ম্যাচে স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ওয়ানডে দলের অংশ হিসেবে মাহমুদউল্লাহ জিম্বাবুয়েতেই অবস্থান করছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোহান আজ (সোমবার) হারারে থেকে দেশের উদ্দেশে বিমানে চড়বেন। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেষ টি-টোয়েন্টির জন্য মোসাদ্দেক হোসেনকে তারা মনোনীত করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ রানে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। তার ঘূর্ণি জাদুতে বাংলাদেশ দল ৭ উইকেটে ম্যাচ জেতে সিরিজে সমতাও ফিরিয়েছে।
এখন মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে মোসাদ্দেকের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। তিনি জাতীয় দলের নবম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য দলে প্রথমবার হলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোসাদ্দেকের নেতৃত্বেই হ্যাটট্রিক শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড।