৩০ আগস্ট আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ১ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে।
২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ।
অন্য গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা অন্য দলটি। বাছাই পর্বে খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ২৮ আগস্ট হবে ভারত-পাকিস্তান লড়াই।
দুই গ্রুপের সেরা চার দলকে নিয়ে হবে সুপার ফোর পর্ব। সেখানে একে অপরের বিপক্ষে খেলবে দলগুলো। আর সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে। ১১ সেপ্টেম্বর হবে ফাইনাল।
এশিয়া কাপের ১৩টি ম্যাচ হবে শারজাহ ও দুবাইতে। শারজাহতে মাত্র তিনটি ম্যাচ রাখা হয়েছে। বাকি নয়টি দুবাইয়ে।
এ বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিলো শ্রীলঙ্কাতে। কিন্তু শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। তবে এশিয়া কাপের আয়োজক থাকছে শ্রীলঙ্কাই।
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি :
২৭ আগস্ট : শ্রীলঙ্কা-আফগানিস্তান, দুবাই
২৮ আগস্ট : ভারত-পাকিস্তান, দুবাই
৩০ আগস্ট : বাংলাদেশ-আফগানিস্তান, শারজাহ
৩১ আগস্ট : ভারত-বাছাই পর্বের চ্যাম্পিয়ন, দুবাই
১ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-বাংলাদেশ, দুবাই
২ সেপ্টেম্বর : পাকিস্তান-বাছাই পর্বের চ্যাম্পিয়ন, শারজাহ
সুপার ফোর :
৩ সেপ্টেম্বর : ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, শারজাহ
৪ সেপ্টেম্বর : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
৬ সেপ্টেম্বর : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, দুবাই
৭ সেপ্টেম্বর : ‘এ’ গ্রুপ রানার্স-আপ-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
৮ সেপ্টেম্বর : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
৯ সেপ্টেম্বর : ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
ফাইনাল :
১১ সেপ্টেম্বর : সুপার ফোরের সেরা দুই দল, দুবাই