বঙ্গনিউজবিডি ডেস্ক : অনেক জল ঘোলা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। অবশেষে বেটিং প্রতিষ্ঠানের ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। এই চুক্তি বাতিলের ফলে এশিয়া কাপের দলে তার থাকা নিয়ে আর সংশয় রইলো না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাকিব বোর্ড প্রধানের সঙ্গে টেলিফোনে চুক্তি বাতিলের বিষয়টি আগে জানালেও বিসিবি অপেক্ষায় ছিল লিখিত প্রতিশ্রুতির।
আগের দিন অর্থাৎ সাকিবের কাছ থেকে চিঠি পাওয়ার কথা থাকলে সেটি পায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। একদিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষাও করে সংস্থাটি। তবে ব্রিফিং শেষ হওয়ার কিছুক্ষণ পর বৃহস্পতিবার বিকালে সাকিব বিসিবিকে চিঠি দিয়ে জানায়, তিনি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছেন।