বঙ্গনিউজবিডি ডেস্ক : লক্ষ্য ছিল ভ্লাদিমির পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত আলেকজান্ডার দুগিন। কিন্তু হিসেবের গোলমালে গাড়ি বিস্ফোরণে প্রাণ হারালেন তার মেয়ে, দারিয়া দুগিনা।
রবিবার রুশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গাড়ি বোমা হামলায় মৃত্যু হয়েছে পুতিনের ঘনিষ্ঠ কট্টর জাতীয়তাবাদী নেতা আলেকজান্ডার দুগিনের মেয়ের। ঘটনাটি ঘটেছে মস্কো থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মহাসড়কের উপর।
জানা গেছে, এই হামলার পিছনে ইউক্রেনের হাত রয়েছে বলে ধারণা রুশ তদন্ত কমিটির একাংশের। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন আক্রমণ করার পিছনে আলেকজান্ডারকেই দায়ী করেন অনেকে। সেই কারণেই সম্ভবত ‘পুতিনের মস্তিষ্ক’ হিসেবে পরিচিত দুগিনকে নিশানা করা হয়। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, মার্কা