রবিবার ( ২১ আগষ্ট) রাত ৮ টার দিকে উপজেলার বেলগাছি গ্রামের মৃত জহর আলীর ছেলে মোঃ ইছাহাক আলী মুংগিলা (৫২) কে সাপে কামড়িয়েছে এবং কামড়ানোর পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে। জানা যায় মৃত ব্যাক্তিটি কিছু দিন পূর্বে জমির ভিতর থেকে একটি সাপ পিটিয়ে মেরে ফেলে। ধারনা করা হচ্ছে দ্বিতীয় আরও একটি সাপ জমির আইল থেকে তিন বার ছোবল দিয়ে মুংগীলাকে মৃত্যু নিশ্চিত করে।
আজ সোমবার (২২ আগষ্ট) সকালে এলাকার লোকজন জানাযা করেন এবং কবর দেওয়ার সময় এক কবিরাজ বলেন মুংগীলা মারা যায়নি তাকে বেঁচে তোলা সম্ভব। তাই সবাই মুংগীলাকে কবর থেকে তুলে কবিরাজের জন্য অপেক্ষা করছে। জানা গেছে, কবিরাজ বাড়িতে জমিতে সার দিচ্ছে এবং ওখান থেকেই সাপের বিষ নামানোর জন্য ঝাড়ফুক দিচ্ছে।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান জিন্নাহ বলেন, আমরা লাশের সামনে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করেছি এবং জানাযা শেষ করেছি। পরে জানলাম এক কবিরাজ নাকি মৃত ব্যক্তির চিকিৎসা করবে। লাশ এখন পর্যন্ত তার বাড়িতেই আছে।