বঙ্গনিউজবিডি ডেস্ক :ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের একে একে তিনটি অনুষদের ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সাত কলেজের সাবজেক্ট ও কলেজ চয়েসের ফরম পূরণ।
২০২১-২০২২ সেশনের শিক্ষার্থীদের ভর্তি এখন দোরগোড়ায়। শুরু হয়েছে সাবজেক্ট চয়েস, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
সদ্য কলেজের গণ্ডি পেরোনো অনেকেই বুঝে উঠতে পারছেন না পছন্দের বিষয়ে কিভাবে কী করবেন। আপনার পছন্দের কলেজ এবং বিষয় পাওয়ার বিভিন্ন কৌশল জানাচ্ছেন ডেইলি বাংলাদেশের তিতুমীর কলেজ প্রতিনিধি শাকিল আহমেদ।
ভর্তির ক্ষেত্রে কয়েকটি বিষয়ের সম্মুখীন হতে হবে।
কৌশল ১- পছন্দের কলেজ পেতে তুলনামূলক সাধারণ বিষয়ে ভর্তি।
কৌশল ২- পছন্দের সাবজেক্ট পেতে তুলনামূলক প্রতিযোগিতা কম এমন কলেজে ভর্তি।
কৌশল ৩- ভালো স্কোর থাকলে পছন্দের কলেজ ও পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ নেয়া।
কৌশল ৪- কম স্কোর হলে পছন্দের কলেজে একটি সাধারণ বিষয়ে ভর্তি।
কৌশল ৫- মাঝামাঝি স্কোর করে পছন্দের বিষয়ে ভালো কলেজে ভর্তি।
ধরা যাক, আপনার সিরিয়াল অনেক দূরে। কিন্তু আপনি ঢাকা কলেজ কিংবা ইডেনে পড়তে চান। সেক্ষেত্রে আপনার উচিত হবে- যেসব বিষয়ে কম প্রতিযোগী সেসব বিষয় চয়েজ দেওয়া। আবার যদি মনে হয়, আপনি রাষ্ট্রবিজ্ঞান কিংবা পদার্থবিজ্ঞান পড়তে ইচ্ছুক তাহলে কলেজ যাই হোক আপনাকে বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে আপনি স্কোর কম হলেও এই দুই কলেজ ছাড়া অন্যগুলোতে যেখানে আসন বেশি সেখানে সাবজেক্ট পছন্দকে এগিয়ে রাখতে পারেন। মনে রাখতে হবে, আপনার পছন্দের তাালিকার ওপর আপনাকে অগ্রাধিকার দেয়া হবে!
শুনে থাকবেন, কম স্কোর করেই ভালো কলেজ পেয়েছে, আবার অনেকে ভালো বিষয় পেলেও পছন্দের কলেজ পায়নি। একটার সঙ্গে আরেকটা সামঞ্জস্যতা আছে। আগে আসন বিন্যাস ভালো করে দেখুন, মন স্থির করে পছন্দের বিষয়ে মনোনিবেশ স্বচ্ছ করুন। যেমন ধরুন, মেধা তালিকায় আপনার স্থান ৮০০০+। কিন্তু আপনি সাত কলেজের একটা কলেজ হলেই হলো, সেক্ষেত্রে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকার জন্য কম প্রতিযোগিতা থাকে এমন সাবজেক্ট ও কলেজের পছন্দক্রম দিতে পারেন।
কোন কলেজে কতো আসন সংখ্যা
পরীক্ষা কমিটির দেওয়া তথ্য মতে সাত কলেজের অনুষদ ভিত্তিক আসন সংখ্যা-
বিজ্ঞান অনুষদ
সাত কলেজে বিজ্ঞান অনুষদে ছয় হাজার ৫০০টি আসন রয়েছে। এরমধ্যে ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১ হাজার ৯০টি, কবি নজরুল সরকারি কলেজের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৬৩০টি, সরকারি বাঙলা কলেজের বিভাগুলোতে মোট আসন ৭১৫টি, সরকারি তিতুমীর কলেজে মোট আসন ১ হাজার ৫১০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৭৪০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ২২৫টি, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৯০ টি।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ
সাত কলেজে এই অনুষদে মোট আসন সংখ্যা রয়েছে ৯ হাজার ৭০৩টি। এরমধ্যে- ঢাকা কলেজে ১ হাজার ৫৪২টি, ইডেন মহিলা কলেজে ২ হাজার ১০৪টি, সরকারি তিতুমীর কলেজে ২ হাজার ২৮৭টি, কবি নজরুল সরকারি কলেজে ১ হাজার ১৩৪টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৮৫৫টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৭৬৪টি এবং সরকারি বাঙলা কলেজে মোট আসনসংখ্যা ১ হাজার ১৭টি আসন সংখ্যা রয়েছে।
বাণিজ্য অনুষদ
এবার বাণিজ্য অনুষদের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এরমধ্যে- ঢাকা কলেজে ৬০০ টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ৫৫ টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১ হাজার ৪৬৫ টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০ টি, কবি নজরুল সরকারি কলেজে ৭০০ টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০টি এবং সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০ টি।
উল্লেখ্য, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে।
এছাড়াও সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তি হতে পারবেন।