বঙ্গনিউজবিডি ডেস্ক : চলমান এশিয়া কাপের সুপার ফোরের টিকিট নিশ্চিতের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে লড়ছে হংকং। বাছাইপর্ব পেরিয়ে আসা দলটির বিপক্ষে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাবর-রিজওয়ানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫ ওভারে এক উইকেটে ১১৬ রান।
এশিয়া কাপের সুপার ফোর পর্বের চার দলের মধ্যে তিনটি এরই মাঝে চূড়ান্ত হয়েছে। আজ পকিস্তান-হংকংয়ের মধ্যকার ম্যাচের জয়ী দল উঠে যাবে পরবর্তী রাউন্ডে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান।
ম্যাচের শুরুতেই হংকংকে আনন্দে ভাসান এহসান খান। তার বলে কট অ্যান্ড বোল্ড হন বাবর। দলীয় ১৩ রানে সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন মাত্র ৯ রান।
এরপর রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন ফখর জামান। তবে হংকং বোলারদের তোপে কেউই দীর্ঘসময় হাত খুলে খেলতে পাররেননি। প্রথম ১০ ওভার শেষে দলের স্কোরবোর্ডে সংগ্রহ ছিল এক উইকেটে ৬৪ রান।
তবে এরপরই আক্রমণাত্মক খেলতে শুরু করেন রিজওয়ান ও ফখর। এরই মধ্যে রিজওয়ান পেয়েছেন হাঁফ সেঞ্চুরির দেখা। ফখর জামানও আছে একই পথে। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে আছে পাকিস্তান।