বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউরোপীয় ক্লাব ফুটবলে আজকে রাতে আছে জমজমাট ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০২২-২৩ মৌসুমের উদ্বোধনী দিনে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ম্যানচেস্টার সিটি, পিএসজি ও জুভেন্টাসের মতো হেভিওয়েট ক্লাবগুলো।
সবচেয়ে বিগ ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় রাতে মাঠে নামছে ফরাসি ক্লাব পিএসজি আর ইতালির ক্লাব জুভেন্টাস। এই ম্যাচটি সামনে রেখে সোমবারের সংবাদ সম্মেলনে পিএসজি কোচ গালতিয়ে বলেছেন, ফেভারিটের তালিকায় নেই তার দল।
‘(চ্যাম্পিয়ন্স লিগে) প্রতি বছর ৮ বা ৯টি দল থাকে, যাদের শিরোপাটি জয়ের সামর্থ্য আছে। আমরা কি ফেভারিট? না।’
চলতি সেরি আয় এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কেবল দুই গোল হজম করেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি দল। আসছে ম্যাচে তাই তাদের বিপক্ষে হয়তো গোলের জন্য কঠিন লড়াই করতে হবে পিএসজিকে।
ম্যাচের আগে প্রতিপক্ষ দল ও কোচের প্রতি গালতিয়ের কণ্ঠে তাই সমীহের সুর।
‘এই দলের বিপক্ষে মাঠে ফাঁক খুজে বের করা খুবই কঠিন।’
চ্যাম্পিয়ন্স লীগের আজকের ম্যাচ
ম্যাচসময় (রাত) – ভেন্যু
জাগরেব-চেলসি ১০:৪৫ স্টেডিয়ন ম্যাকসিমির
ডর্টমুন্ড-কোপেনহেগেন ১০:৪৫ সিগনাল ইদুনা পার্ক
সালসবুর্গ-এসি মিলান রাত ১টা রেড বুল অ্যারেনা
সেল্টিক-রিয়াল মাদ্রিদ রাত ১টা সেল্টিক পার্ক
লাইপজিগ-শাখতার রাত ১টা অ্যারেনা (লাইপজিগ)
সেভিয়া-ম্যান সিটি রাত ১টা র্যা মন সানচেজ পিহুয়ান (স্পেন)
পিএসজি-জুভেন্টাস রাত ১টা পার্কে দেস প্রিন্সেস
বেনফিকা-ম্যাকাবি রাত ১টাদা লুজ (লিসবন)