১৯৮১ সালে ভারত সফরে এসেছিলেন চার্লস। মুম্বাইতে এসে হঠাৎ তার খেয়াল হল যে, তিনি সিনেমার শুটিং দেখবেন। সে সময় পদ্মিনী কোলাপুরীর ‘আহিস্তা আহিস্তা’ সিনেমার শুটিং চলছিল। চার্লস সেখানে পৌঁছলে পদ্মিনী তার গালে চুম্বন করেন। আকস্মিক এই ঘটনায় হতচকিত হয়ে যান চার্লস। পরে ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে পদ্মিনীর পরিচয়ই হয়ে যায়, ‘যুবরাজ চার্লসকে চুম্বন করা মহিলা’ হিসাবে।
২০১৩ সালে এই ঘটনার কথা স্মরণ করতে গিয়ে পদ্মিনী বলেন, চার্লস মুম্বাইতে এসেছিলেন জানতাম। কিন্তু তিনি যে সিনেমার শুটিং দেখতে চান, জানতাম না। তিনি যখন ‘আহিস্তা আহিস্তা’ সিনেমার শুটিং দেখতে রাজকমল স্টুডিওতে এলেন তখন আমি গলায় মালা পরিয়ে তাকে সম্ভাষণ জানাই।
তবে এই ঘটনার জন্য একবার অপ্রস্তুত অবস্থাতেও পড়তে হয়েছিল তাকে। পদ্মিনী যখন লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়, আপনিই কি সেই মহিলা যিনি চার্লসকে চুম্বন করেছেন? প্রশ্ন শুনে তিনি লজ্জিত হন বলে জানিয়েছেন পদ্মিনী।
‘আহিস্তা আহিস্তা’ সিনেমাটি পদ্মিনীর অভিনয় জীবনেও একটি মাইলফলক ছবি। এই ছবির জন্যই বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।