বঙ্গনিউজবিডি রিপোর্ট : কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। শনিবার বিকালে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়।
দলীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু একজন বর্ষীয়ান রাজনীতিক, প্রখ্যাত আইনজীবী ও বিশিষ্ট ব্যবসায়ী। ১৯৪৬ সালের ১০ আগস্ট জেলার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবলু ঢাবির ছাত্র হিসেবে ৬৯ এর গণআন্দোলন ও পরে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।
বর্তমানে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।
মনোনয়ন লাভের পর বাবলু সাংবাদিকদের বলেন, নেত্রী কখনো ভুল সিদ্ধান্ত নেন না। ত্যাগী কর্মীদের তিনি কখনো বঞ্চিত করেননি। দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, নেত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন কাজের মাধ্যমে এর শতভাগ ফলাফল দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ।