বঙ্গনিউজবিডি ডেস্ক : ৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি তার ছয়টি। এর তিনটিই এসেছে গত আগস্টে। বাংলাদেশের বিপক্ষে ১৩৫* ও ১১৭* আর ভারতের বিপক্ষে ১১৫। ছয় ম্যাচের মধ্যে তিনটি সেঞ্চুরি হাঁকানো সিকান্দার রাজাই আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার।
গত বছর পুরস্কারটি চালু হওয়ার পর রাজাই প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে মাস-সেরা হলেন। আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটারের প্রতিদ্বন্দ্বিতায় রাজার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।
সময়ের অন্যতম সেরা দুই অলরাউন্ডারকে টপকে প্রথমবারের মতো মাসের সেরা হওয়ায় যারপরনাই উচ্ছ্বসিত রাজা, ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারে আমি অবিশ্বাস্য রকমের সম্মানিত বোধ করছি। অনেক বেশি আনন্দিত জিম্বাবুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে পুরস্কার পাওয়ায়।’
জিম্বাবুয়ে দলের সতীর্থ ও কোচিং স্টাফ এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘তিন-চার মাসে ধরে যেসব টেকনিক্যাল স্টাফ এবং খেলোয়াড় আমার সঙ্গে ড্রেসিংরুমে ছিলেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা না থাকলে এই পুরস্কার অর্জন সম্ভব হতো না। আর সবশেষে ধন্যবাদ জানাতে চাই জিম্বাবুয়ের সব সমর্থককে, যারা শুভকামনা জানিয়েছেন। আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’