বগুড়ার শেরপুরে আওয়ামীলীগ নেতা মুর্তজা কাউসার অভি হত্যা মামলায় দুই জনকে আটক করেছে শেরপুর থানার পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৃশংসভাবে কুপিয়ে মুর্তজা কাউসার অভি হত্যা মামলা দায়ের।
বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর)এ ঘটনায় খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম রানজুর ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ হিমেল এবং পূর্ব দত্তপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে সোহাগ কে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হিমেল অভিকে তার বাসা থেকে ডেকে নিয়ে উপজেলা চত্বরের পাশে মুজাহিদ কার বাইক ওয়াশ গ্যারেজে আসে এবং সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।সেখানে হিমেল কে বিতর্কিত ভূমিকায় দেখা যায়। শেরপুর শহর আওয়ামীলীগ নেতা মুর্তজা কাউসার অভি খুনের মামলায় ৮ জনের নামে এবং অজ্ঞাত আরও ৮ জনের নামে হত্যা মামলা করা হয়। অভির স্ত্রী খাদিজা আক্তার লিপি বাদী হয়ে মামলা করেন। এদিকে শেরপুরে অভি হত্যায় স্তব্ধ পরিস্থিতি বিরাজ করছে।
২৯ সেপ্টেম্বর দুপুর ৩ টার দিকে অভির মরদেহ শজিমেক থেকে পোস্টমর্টেম শেষে প্রথমে শেরপুর থানায় এবং পরবর্তীতে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় জানাজা শেষে খন্দকার পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।