শুক্রবার (৭ অক্টোবর) তাদের আটক করা হয়। পরে তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
জানা গেছে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা শুরুর পরপরই ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এরপর আহতরা চিকিৎসার জন্য ঢামেকে গেলে সেখানেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনসহ অন্তত ১৫ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ঢাবি শাখার ছাত্র অধিকার পরিষদের নেতাসহ ২০ থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান।আরটিভি