২০২১ সালে একটি চ্যানেলের দোলের অনুষ্ঠানে নাচের কথা ছিল রাখির। তিনি মঞ্চেও উঠবেন। তার আগেই বাধে বিপত্তি। খুলে যায় তার ব্লাউজের দড়ি। তখন কী ভাবে তিনি ঘটনাটি সামলেছিলেন, কী মনে হয়েছিল, বলতে দ্বিধা করেননি অভিনেত্রী।
সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন রাখি। সেখানে রীতিমতো চেঁচামিচি করছেন তিনি। বলছেন, ‘এখনও একটা নাচ শুরুই করলাম না। একটা ঝটকাও দিইনি। আমার ব্লাউজ ফেটে গেল। কী দড়ি বানিয়েছেন? এখন সেফটিপিন দিয়ে কাজ চালাতে হবে। কী ভাবে নাচ করব? সেফটিপিন লাগিয়ে?’
এর পরেই রাখি অভিযোগ করে জানান, ‘এক শিল্পীকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তা সকলের জানা উচিত। তার কথায়, ‘আমি কী করব? আমরা শিল্পী। আমাদের ব্লাউজে শক্ত দড়ি দেওয়া উচিত নয় কি? এর পর লোকে বলবে আমরা বিতর্ক তৈরি করি। আমি কি নিজেই নিজের ব্লাউজ ছিঁড়ব? আমার গোটা ইউনিট অপেক্ষা করছে। এটাই শিল্পীদের ট্র্যাজেডি।’
অনেকেই বলেছেন, এ ক্ষেত্রে নায়িকা অন্তত ইচ্ছাকৃত বিতর্ক তৈরির জন্য এসব করেননি। জনৈক লিখেছেন, ‘মঞ্চে নাচের সময় ব্লাউজ ছিঁড়লে কী করতেন রাখি? সকলে তাকে নিয়ে কুকথা বলতেন। উল্টোপাল্টা মন্তব্য করতেন।’ আরেকজন লিখেছেন, ‘রাখি চিৎকার করেননি। বরং নিজের মনের কথা বলেছেন।’
সূত্র : হিন্দুস্তান টাইমস