বঙ্গনিউজবিডি রিপোর্ট : দুনিয়ার মজদুর এক হও বাংলাদেশের মেহনতি মানুষ এক হও-এ স্লোগাণে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,কেককাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিবউদ্দিন রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেরে আলমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া,মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন ,ইদ্রিস আলী ,মোশারফ হোসেন, আব্দুল আউয়াল ,আবু সায়েম বাবু ,মুক্তিযোদ্ধা আবুল বাশার, শাওন, শান্ত প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
আমরা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের লোক। সকল দ্বিধাদন্দ ভুলে সংগঠনের ও আগামী;নির্বাচনের স্বার্থে আমাদের কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনকে মাথায় রেখে কর্মকান্ড পরিচালনা করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের সরকারি মিল কল কারখানাগুলো বেসরকারিকরন করা হয়। এতে হাজার হাজার শ্রমিক তাদের চাকুরি হারান।