বঙ্গনিউজবিডি রিপোর্ট : অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দাউদকান্দি মেঘনা ও তিতাস উপজেলায় কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সমর্থিত ৩ প্রার্থী জয়ী হয়েছেন।
নির্বাচীতরা হলেন, সংরক্ষিত আসনে মোসাম্মৎ জেবুননেছা জেবু, সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাসিম ইউসুফ রেইন ও মোঃ কাইয়ুম হোসাইন। জানা গেছে, (দাউদকান্দি – মেঘনা ও তিতাস) উপজেলার মহিলা সংরক্ষিত সদস্য পদপ্রার্থী দাউদকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মৎ জেবুন নেছা জেবু দোয়াত কলম মার্কা নিয়ে ১৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত।
জেলার ১ নং ওয়ার্ড দাউদকান্দি উপজেলায় সদস্য পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় দাউদকান্দি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ইউসুফ জামিল বাবু’র ছেলে ও পৌর মেয়র নাঈম ইউসুফ সেইনের ছোটভাই নাসিম ইউসুফ রেইন নির্বাচিত হন ।
এদিকে জেলার ২ নং ওয়ার্ড মেঘনা উপজেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. কাইয়ুম হোসাইন জেলা পরিষদ নির্বাচনে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
এমপি মেজর জেনারেল ( অব.) সুবিদ আলী ভূঁইয়া সমর্থিত নবনির্বাচিত তিন জেলা পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন। তিঁনি বলেন, দাউদকান্দি মেঘনার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে নির্বাচীতরা।উল্লেখ্য গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।