বঙ্গনিউজবিডি ডেস্ক : বিপিএলের পরবর্তী আসর শুরু হতে এখনো মাস দুয়েক বাকি। এরই মাঝে দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে নিজের মতো করে। যেখানে বড়সড় চমকই দেখালো সিলেট স্ট্রাইকার্স।
ঢেলে সাজাতে নতুন রূপের বিপিএলে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আগমন ঘটে ফিউচার স্পোর্টসের। বিপিএলে এসেই চমক দেখালো তারা, অধিনায়ক হিসেবে তারা বেছে নিয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফীকে।
শুধু মাশরাফীই নয়, সিলেট দলে টেনে নিয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরসহ আরো ৩ শ্রীলঙ্কান ক্রিকেট তারকাকে। তারা হলেন, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরারা ও কামিন্দু মেন্ডিস।
তাছাড়া আজ সিলেট স্ট্রাইকার্স তাদের দলের লোগো উন্মোচন করেছে। একই সাথে ঘোষণা করা হয়েছে দলের কোচিং স্টাফদের তালিকা। যেখানে ম্যানেজার হিসেবে ঘোষণা করা হয়েছে নাফিস ইকবালের নাম।
রাজিন সালেহকে সহকারী কোচ ও সৈয়দ রাসেলকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তাছাড়া ডলার মাহমুদ হলেন দলের ফিল্ডিং কোচ ও মুরাদ খানকে বেছে নেয়া হয়েছে স্পিন বোলিং কোচ হিসেবে।
একই সময়ে আরো বেশ কয়েকটি ফ্র্যাঞ্জাইজি লিগ চলায় ক্রিকেটার পেতে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হবে বিপিএল। ফলে আগেভাগেই ক্রিকেটারদের নিশ্চিত করে রাখতে হচ্ছে ফ্রাঞ্চাইজি মালিকদের।