বঙ্গনিউজবিডি ডেস্ক: গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আগাম নির্বাচনের দাবি করে আসছেন ইমরান খান। এবার পাকিস্তানের ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী ২৮ অক্টোবর লাহোরের লিবার্টি চক থেকে শুরু হবে এ লং মার্চ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার লাহোরে পিটিআই চেয়ারম্যান ইমরান খান এক প্রেস কনফারেন্সে লং মার্চের ঘোষণা দেন। সকাল ১১টায় সবাই লং মার্চে অংশ নিতে সমবেত হবেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান নিজেই লং মার্চের নেতৃত্ব দেবেন।
ইমরান খান বলেছেন, ‘স্বাধীনতার অধিকারের জন্য আমাদের এই লং মার্চ। এই লং মার্চের কোনো সময়সীমা নেই। আমরা জিটি রোড থেকে ইসলামাবাদে পৌঁছাবো এবং পুরো দেশ থেকে মানুষ আসবে সেখানে’।