বঙ্গনিউজবিডি রিপোর্ট : দাউদকান্দিতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে ৩ দিনব্যাপি সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ শুরুর উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। পরে রিসোর্সপার্সন জুলফিকার আলি মাণিক ও পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিং এর প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, অনুসন্ধানমূলক রিপোর্ট এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়, অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরির গবেষণার গুরুত্ব, অনুসন্ধানমূলক রিপোর্ট করার ক্ষেত্রসমূহ, রিপোর্টিং এ সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করেন।
এ প্রশিক্ষণ কোর্সে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৬জন সাংবাদিক অংশ নেন।